বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামকে নাশকতার ছয় মামলায় জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে কোন বাধা নেই বলে জানান আইনজীবী।
Advertisement
রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
পরে সাকিব মাহবুব বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা হয়। ছয় মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের পর ২৮ এপ্রিল আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছয় মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। ফলে তার জামিনে মুক্তিতে বাধা নেই।
Advertisement
এফএইচ/জেএইচ/আরআইপি