জাতীয় পার্টিকে (জাপা) তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
Advertisement
শনিবার (৪ মে) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।
রাঙ্গা বলেন, জাপার তৃণমূলকে অধিকতর সুসংগঠিত করে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল শক্তিশালী হলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এস ফয়সল চিশতী বলেন, মহানগর উত্তর সম্মিলিত প্রচেষ্টায় সম্মেলনের মাধ্যমে ২২টি থানা কমিটি গঠন করেছে। অসমাপ্ত থানা কমিটিগুলো গঠনে সম্মেলনের প্রস্তুতি চলছে। তিলে তিলে গড়ে ওঠা মহানগর উত্তর এখন অধিকতর শক্তিশালী। পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে মহানগর উত্তর সব সময় মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে।
Advertisement
মহানগর উত্তর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু বলেন, জাপা সব ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করবো। মহানগর শক্তিশালী হলে সারাদেশের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনুপ্রাণিত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আমানত হোসেন আমানত, শামসুল হক শামছু, সুলতান আহমেদ সেলিম, জাহাঙ্গীর আলম পাঠান, মোস্তাফিজুর রহমান নাঈম, কাজী আবুল খায়ের, আনিস উর রহমান খোকন, আব্দুস সাত্তার প্রমুখ।
এইউএ/এএইচ/জেআইএম
Advertisement