জাতীয়

‘বাড়ি বাড়ি গিয়ে শ্রমিকদের অভিযোগ আনা যাবে না’

বাড়ি বাড়ি গিয়ে শ্রমিকদের অভিযোগ আনা যাবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

Advertisement

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম দিবসের কর্মসূচি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোট শ্রমিকের ১৫ শতাংশ গার্মেন্টসের। বাকি ৮৫ শতাংশ শ্রমিক অন্য খাতের। কিন্তু এই ১৫ শতাংশ শ্রমিক যে সুবিধা পাচ্ছে বাকি ৮৫ শতাংশরা তা পাচ্ছে না বলে বিশেষজ্ঞরা জানিয়ে থাকেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বলতে পারেন ওনারা। কিন্তু আমাদের কাছে অভিযোগ না আসলে তো বাড়ি বাড়ি গিয়ে আনা যাবে না। যাবে?’

অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য সহায়তা দিয়ে থাকি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাধ আছে, সাধ্য থাকারও তো বিষয় আছে।’

Advertisement

কতটি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এবং বাকি খাতগুলোর বিষয়ে সরকারের পরিকল্পনা কী জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘৪২টি খাত আছে। সেখানে আমরা মজুরি নির্ধারণ করতে পারি।’

পরে শ্রম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় বলেন, ‘৪২টি সেক্টরের মধ্যে এ পর্যন্ত ৩৮টি সেক্টরের নূন্যতম মজুরি নির্ধারণ করা হয়েছে। গত পাঁচ বছরে ১৮টি সেক্টরের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। বাকিগুলোর মজুরি নির্ধারণের বিষয়টি প্রক্রিয়াধীন।’

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব উম্মুল হাছনাসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

আরএমএম/এএইচ/এমএস

Advertisement