খেলাধুলা

প্রস্তুতি ম্যাচেও প্রতারণা, সমালোচনার মুখে পাকিস্তানি পেসার

বিতর্ক যেন পাকিস্তান ক্রিকেটের নিত্য সঙ্গী। ২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিংয়ের দায়ে তিন ক্রিকেটার নিষিদ্ধ হন, সেই কলঙ্ক এখনও কাটেনি। এই ইংল্যান্ডেই এবার আরেক বিতর্কের জন্ম দিলেন দলটির পেসার হাসান আলি।

Advertisement

আন্তর্জাতিক ম্যাচ নয়, ছিল প্রস্তুতি ম্যাচ। শনিবার কেন্টের বিপক্ষে সে ওয়ানডে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ১০০ রানের বড় ব্যবধানে জিতেছে। অথচ এমন একটি ম্যাচে কলঙ্ক হয়ে রইল হাসান আলির বিতর্কিত এক ক্যাচ।

কেন্ট ইনিংসের ৩০তম ওভারে আলেক্স ব্লেকের ক্যাচ ফলো থ্রুতে ধরেন হাসান। যা নিয়ে কেন্ট দল অভিযোগ করে যে, বল মাটিতে পড়ে যাওয়ার পরে পাকিস্তানি পেসার সেটা ধরেছেন। কিন্তু হাসান আলি বল ধরেই উৎসব শুরু করে দেন। আম্পায়ারও আউটের সিদ্ধান্ত নেন।

সোমবার সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখার পর পরিষ্কার হয়েছে, কেন্টের অভিযোগই ঠিক ছিল। হাসান আলি ক্যাচটি ধরার আগেই তা মাটি ছুঁয়েছিল।

Advertisement

যে কোনো ম্যাচেই এমন কাজ 'প্রতারণা' বলতে হবে। আর এটা ছিল সাধারণ একটা প্রস্তুতি ম্যাচ, এমন ম্যাচেও প্রতারণার আশ্রয় নেয়াও হাসান আলিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

এমএমআর/এমকেএইচ