শনিবার রাতেই নিশ্চিত হয়েছিল আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে যুক্ত হয়েছেন ফরহাদ রেজা। অপেক্ষা ছিলো তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের মধ্যে কাকে নেয়া হয় সেই সিদ্ধান্তের।
Advertisement
আজ (রোববার) দুপুর গড়াতেই জানা গেলো সেটি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন আয়ারল্যান্ডে ১৮তম সদস্য হিসেবে ফরহাদ রেজা এবং ১৯তম সদস্য হিসেবে যোগ হয়েছেন তাসকিন আহমেদ।
পরে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও এ খবর জানিয়েছে বিসিবি। বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের সঙ্গে আগেই বাড়তি দুই খেলোয়াড় হিসেবে ইয়াসির আলি রাব্বি এবং নাঈম হাসানকে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে নিয়েছিল বিসিবি।
এবার দুই পেসার মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনের ইনজুরি শঙ্কা থাকায় ডানহাতি পেসার তাসকিন আহমেদ এবং পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো।
Advertisement
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ফরহাদ। ইনজুরির কারণে প্রিমিয়ারের সিংহভাগেই খেলতে পারেননি তাসকিন। তবে তিন ম্যাচের মধ্যে একটিতে শিকার করেছিলেন ৪ উইকেট। এছাড়া ২ উইকেট নিয়েছিলেন অন্য ম্যাচে। এছাড়া ইনজুরিতে পড়ার আগে সবশেষ বিপিএলে ২২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।
আগামী ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবে বাংলাদেশ দল। সেখানে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৫ মে। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে তারিখে। সে লক্ষ্য আজই প্রথমবারের মতো পুরো দল (আইপিএলের কারণে নেই সাকিব আল হাসান) একসঙ্গে অনুশীলন করেছে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ ৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড ১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ১৭ মে: ফাইনাল, মালাহিড
Advertisement
এআরবি/এসএএস/জেআইএম