শিক্ষা

ফের কওমির প্রশ্নফাঁস, পরীক্ষা স্থগিত

কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার প্রশ্নপত্র আবারও ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করেছে মাদরাসা বোর্ড।

Advertisement

কওমি মাদরাসাগুলোর নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল কেন্দ্রীয় সদস্য ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে দাওরায়ে হাদিস জামাতের আজকের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ের পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারো কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে আজ একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বৈঠকে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

Advertisement

এর আগে প্রশ্নফাঁসের কারণে ১২ এপ্রিল কওমি মাদরাসার অধিভুক্ত দাওরায়ে হাদিস পরীক্ষা বাতিল করা হয়। সনদের সরকারি স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নপত্র দুই বার ফাঁস হওয়ায় হোঁচট খেল প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করার পর হাইআতুল উলইয়া অধীনে ৬ বোর্ডের সম্মিলিত দাওরায়ে হাদিসের পরীক্ষা ইতোপূর্বে দুই বার (১৬-১৭ ও ১৭-১৮ শিক্ষাবর্ষ) অনুষ্ঠিত হয়েছে।

এমএসএইচ/আরআইপি

Advertisement