খেলাধুলা

সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও জয় পেল না হায়দরাবাদ

প্রথম ম্যাচ খেলার পর টানা আট ম্যাচ ছিলেন একাদশের বাইরে। সানরাইজার্স হায়দরাবাদের দশম ম্যাচে এসে আবারও সুযোগ মিলল সাকিব আল হাসানের। সুযোগটা যে তিনি হেলায় নষ্ট করেছেন, এমন নয়। বরং বোলিংয়ে বেশ উজ্জ্বল ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।

Advertisement

কিন্তু কাজের কাজ হলো না। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেও দলকে জেতাতে পারলেন না সাকিব। ম্যাচের এক বল বাকি থাকতে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরেছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

অথচ হায়দরাবাদের পুঁজিটা একেবারে ছোট ছিল না। ডেভিড ওর্য়ানার আর মনিশ পান্ডের দারুণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল তারা।

ওয়ার্নার ৪৫ বলে করেন ৫৭ রান। মনিশ পান্ডে ছিলেন রীতিমত ভয়ংকর। ৪৯ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া ২০ বলে ২৬ রান আসে বিজয় শঙ্করের ব্যাট থেকে। সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

Advertisement

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নামা চেন্নাইকে জয়ের পথে হাঁটিয়েছেন শেন ওয়াটসন দানবীয় এক ইনিংস খেলে। সেঞ্চুরি করারও সুযোগ ছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। কিন্তু ৫৩ বলে ৯ চার আর ৬ ছক্কায় ৯৬ রান করে ভুবনেশ্বর কুমারের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর দুর্দান্ত এক ক্যাচ হয়ে ফেরেন তিনি। তার আগে ২৪ বলে ৩৮ করে আউট হন সুরেশ রায়না।

ভুবনেশ্বর কুমার সাকিবের কোটা ১৩তম ওভারেই শেষ করে ফেলেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৭ রান দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

কিন্তু সাকিব নিয়ন্ত্রিত বোলিং করলে কি হবে, এদিন হায়দরাবাদকে ভুগিয়েছেন ভরসার আরেক নাম রশিদ খান। আফগান লেগস্পিনাার ৪ ওভারে ১ উইকেট তুলে নিতে খরচ করেন ৪৪ রান। এই জায়গাটাতেই পিছিয়ে পড়ে হায়দরাবাদ।

তারপরও ওয়াটসন ফেরার পর চেন্নাইকে বেশ চেপে ধরেছিলেন হায়দরাবাদের বোলাররা। শেষ ১৮ বলে মাত্র ১৬ রান দরকার ছিল চেন্নাইয়ের, শেষ ১২ বলে ১৩।

Advertisement

কিন্তু সহজ জয়ের ওই পরিস্থিতিতেও স্বাগতিকদের খেলতে হয়েছে শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত। ১৯তম ওভারে মাত্র ৪ রান দেন হায়দরাবাদ পেসার খলিল আহমেদ। শেষ ওভারে তাই চেন্নাইয়ের দরকার পড়ে ৯ রান।

কিন্তু খলিলের মতো আঁটোসাটো বোলিং করতে পারেননি সন্দ্বীপ শর্মা। ওভারের দ্বিতীয় বলেই তাকে ছক্কা মেরে দেন কেদর যাদব। ২৫ বলে ২১ রান করা আম্বাতি রাইডুকে চতুর্থ ডেলিভারিতে সন্দ্বীপ ফিরিয়ে দিলেও পরের বলে সিঙ্গেলস নিয়ে জয় তুলে দেন যাদব। ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি।

এমএমআর/এমএস