জাতীয়

বাদামতলীতে বিপুল পরিমাণ পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ ও বিক্রির বিরুদ্ধে রাজধানীর বাদামতলীতে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিটফোর্স র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও মানহীন খেজুর জব্দ করা হয়।

Advertisement

বিএসটিআই ও র‌্যাব-৩ এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে বাদামতলী খেজুরের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

জাগো নিউজকে তিনি বলেন, সামনে পবিত্র রমজান মাস। এই মাসে দেশে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা থাকে। কারণ খেজুর হচ্ছে ইফতারের মূল উপাদানের অংশ। এ সুযোগটাই নিচ্ছে অসাদু ব্যবসায়ীরা। বাজারজাত করছে পচা ও মানহীন খেজুর।

তিনি আরও বলেন, বাদামতলী আড়তে এসে দেখা গেছে, বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করা হয়েছে। মানহীন এসব খেজুর প্যাকেটে ভরে নতুন করে মেয়াদের ট্যাগ লাগানো হচ্ছে। তারা নিজেরাই ট্যাগ বানিয়ে নিজেদের মতো করে মেয়াদের তারিখ বসিয়ে বাজারজাত করছে। এখন পর্যন্ত বিপুল পরিমাণ পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। অভিযান চলমান, অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Advertisement

জেইউ/এমএমজেড/পিআর