মঈন আলি তাণ্ডব চালিয়ে ফিরলেন, তবে বিরাট কোহলিকে থামাতে ইনিংসের শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হলো কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেনে তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
Advertisement
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না ব্যাঙ্গালুরুর। কোহলির সঙ্গে ওপেনিংয়ে নেমে ২০ বলে ১৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেলেন পার্থিব প্যাটেল (১১ বলে ১১)। ১৫ বলে ১৩ রান করে আউট হয়ে যান অক্ষদ্বীপ নাথও।
তবে তৃতীয় উইকেটে দলকে দারুণভাবে এগিয়ে নেন কোহলি আর মঈন আলি। ৯০ রানের জুটির পথে মঈন তো রীতিমত তাণ্ডব দেখান। ২৮ বলেই তিনি করে ফেলেন ৬৬ রান, যে ইনিংসে চারের চেয়ে (৫টি) ছক্কা ছিল বেশি (৬টি)।
মঈন ফেরার পর বাকি দায়িত্বটুকু পালন করেছেন কোহলি। ইনিংসের শেষ ওভারে এসে ব্যাঙ্গালুরু অধিনায়ক তুলে নেন সেঞ্চুরিও, ৫৭ বলে। ইনিংসের তখন মাত্র ১ বল বাকি।
Advertisement
শেষ বলেই কোহলি আউট হন, কাটায় কাটায় ১০০ রানে। ৫৮ বলের ইনিংসে ছিল ৯টি চার আর ৪টি ছক্কার মার। ৮ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন মার্কাস স্টয়নিস।
এমএমআর/এনডিএস/এসআর