প্রবাস

ইতালিতে বাংলা বর্ষবরণ

ইতালির রাজধানী রোমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করা হয়েছে। নববর্ষ উপলক্ষে ইতালি মহিলা সংস্থার আয়োজনে বাংলাদেশ সমিতির সার্বিক তত্ত্বাবধানে রোববার রোমের ব্যস্ততম এলাকা লারগো প্রেনেসতে বৈশাখ উৎসব উদযাপন করা হয়।

Advertisement

অনেকটা দেশের মতো করে সেজেগুজে বাংলাদেশিরা অনুষ্ঠানে আসেন। পুরুষরা পায়জামা, পাঞ্জাবি ও নারীরা লাল শাড়িতে যেন প্রবাসে নয় দেশেই বৈশাখের কোনো অনুষ্ঠানে তারা উপস্থিতি হন।

সকাল গড়িয়ে দুপুর হতেই প্রবাসীদের লারগো প্রেনেসতের দিকে ছুটতে দেখা যায়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বৈশাখের অনুষ্ঠান আরও বেশি প্রানবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ইতালি মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার, সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,বাংলাদেশ সমিতির বর্তমান সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি নায়েব আলী, বাংকার সমিতির সভাপতি সাফওয়াত হোসেন, আবুল কালাম প্রমুখ।

Advertisement

বৈশাখের খাবার পরিবেশন অনুষ্ঠান হয়ে ওঠে চমকপ্রদ, যেন প্রবাসে বসে দেশের স্বাদ নিচ্ছে সবাই। ক্ষণিকের আনন্দে ভুলে যায় অতীতের দুঃখ গ্লানি। নতুন বছরকে বরণ করে নিতে অতীত যেন জীবনের একটি গল্পের খণ্ডচিত্র। প্রবাসীরা অতীতের ভুলভ্রান্তি মেনে নিয়ে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংস্থা সাধারণ সম্পাদক সৈয়দা আরিফা, সাংগঠনিক সম্পাদক রুপালী গমেসসহ আরও অনেকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা নারীদের বালিশ খেলা, গান ও নৃত্য পরিবেশন করেন।

এদিকে স্থানীয় সময় সকাল ১০টায় রোম বাংলাদেশ দূতাবাসের আয়োজনে নব বর্ষবরণ উদযাপন করা হয়। উল্লেখ্য, বৈরি আবহাওয়ার কারণে দিনব্যাপী অনুষ্ঠানে অনেকটা বিঘ্ন ঘটে। প্রবাসী বাংলাদেশিরা জানান, বৃষ্টির কারণে আনন্দঘন পরিবেশটা খানিকটা নষ্ট হয়েছে। এর মধ্যে কেউ আবার বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেন।

জেডএ/এমকেএইচ

Advertisement