জাতীয়

ফায়ার সেফটি গাইডলাইন মানতে হবে : মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘যারা বড় বড় দালান, মার্কেট, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভবন গড়েছেন তাদের ফায়ার সেফটি গাইডলাইনে আসতে হবে, এসব মানতে হবে।’

Advertisement

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) বৃহস্পতিবার ‘অগ্নিযোদ্ধাদের সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ফায়ার সেফটি গাইডলাইন না মানলে প্রয়োজনে ভবনের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। সময় এসেছে আমরা এভাবে কাজ করব যেন অচিরেই ঢাকাকে নিরাপদ শহর বলতে পারি। এ জন্য সরকার, সিটি কর্পোরেশন বা ফায়ার সার্ভিস একা না, সবাইকে দায়িত্ব নিতে হবে। সবাই সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’

এ সময় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসাইন বলেন, ‘ফায়ারম্যান যেখানে মানুষের বিপদ দেখে সেখানেই ঝাঁপিয়ে পড়ে। আমাদের কাজের মধ্যে পড়ে না এমন কাজেও আমাদের ডাকা হয়। আমরা সেগুলোও দায়িত্বের সঙ্গে করি। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন মেনে ভবন তৈরি করতে হবে।’

Advertisement

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদস্যদের ‘অগ্নিযোদ্ধা’ আখ্যা দিয়ে সম্মাননা জানানো হয়। বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেয়ায় বাহিনী এবং বাহিনীর সদস্যদের এ সম্মাননা জানায় ব্র্যাক।

এ সময় ফায়ার সার্ভিসের ৯ সদস্যকে ফুল দিয়ে সম্মাননা সনদ দেয়া হয়। বনানীর অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযানে নিহত ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে ব্র্যাকের পক্ষ থেকে ৪ লাখ টাকার চেক দেয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ট্রাস্টে ৩ লাখ টাকা অনুদান দেয়া হয়।

এএস/এনডিএস/এমকেএইচ

Advertisement