আন্তর্জাতিক

হাসপাতালে দালাই লামা

ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা। বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

Advertisement

লামার ব্যক্তিগত সহযোগী তেনজিন তাকলহা জানিয়েছেন, অসুস্থ বোধ করায় হিমাচলের পার্বত্য শহর থেকে তাকে দিল্লিতে আনা হয়েছে।

আর পড়ুন: এয়ারলাইন্সগুলো ভ্রমণ লম্বা করে যে কারণে

তেনজিন তাকলহা রয়টার্সকে বলেন, তার বুকের সংক্রমণ ধরা পড়েছে। সেটারই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। তার অবস্থা এখন স্থিতিশীল। তাকে এখানে কয়েকদিন চিকিৎসা নিতে হবে।

Advertisement

৬০ বছর আগে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিব্বতের এই আধ্যাত্মিক নেতা ভারতে পালিয়ে গিয়েছিলেন। শান্তিতে নোবেল জয়ী এই আধ্যাত্মিক ধর্মগুরু একজন জনপ্রিয় বক্তাও। কিন্তু কয়েক বছর ধরে বিশ্বের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বোরকা পরিয়ে স্বামীকে রেস্টুরেন্টে নিয়ে গেলেন পাকিস্তানি তরুণী

১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ গ্রহণ করে চীন। দেশটি দালাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবেই বিবেচনা করে। তবে দালাই লামার মৃত্যুর পর তার উত্তরাধিকারী কে হবে তা এখনও পরিস্কার নয়।

টিটিএন/জেআইএম

Advertisement