ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ এপ্রিল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ১৩ মে পর্যন্ত।
Advertisement
ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন কিংবা বিগত ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়েছেন, তাদেরকে ভোটার হিসেবে নিবন্ধন করা হবে।
ইসি সূত্র আরও জানায়, নতুন ভোটার ও বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।
Advertisement
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ফের শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (৮ এপ্রিল) বৈঠকে বসে নির্বাচন কমিশন। তবে সেই বৈঠক স্থগিত করা হয়। ১০ এপ্রিল আবার বৈঠকে বসবে ইসি।
পিডি/এমএসএইচ/জেআইএম