দেশজুড়ে

মশা তাড়াতে আগুন জ্বেলে সব শেষ

কুষ্টিয়ার ভেড়ামারায় আগুন থেকে বাড়ির মালামাল রক্ষা করতে গিয়ে অগিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গোয়ালঘর থেকে সৃষ্ট আগুন ছাই করে দিয়েছে ওই বসতবাড়ি। বুধবার রাত ২টার দিকে ভয়াবহ এ অগিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

নিহত গৃহবধূর নাম সালেহা বেগম (৫৫)। তিনি উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচদ্রপুর গ্রামের আনছার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আনছার আলী ৩টি গরু পালতেন। গরুকে মশার হাত থেকে রক্ষা করতে তিনি বর্জ্য পুড়িয়ে ধোয়ার সৃষ্টি করেছিলেন। রাত ২টার দিকে সেই আগুন খড়ে পড়ে গোয়াল ঘরে আগুন ধরে যায়। ভয়াবহ আগুনে ৩টি গরু, বসতবাড়ি ও বাড়ির আসবাবপত্র সব পুড়ে যায়।

এ সময় ঘরের মালামাল উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান গৃহবধূ সালেহা বেগম। প্রথমে এলাকাবাসী চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জানতে পেরেছি গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত।

ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো বসতবাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

Advertisement