বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে ৮৪ কাউন্সিলরের মধ্যে পাঁচজন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। তাদের মধ্যে তিনজন আবার নির্বাচনে প্রার্থী হয়েছেন। আবাহনী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুস সাদেক জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর। আরো দুজন ড. মাহফুজুর রহমান ও মোহাম্মদ ইউসুফ আলী জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি পদে।
Advertisement
অন্য সাধারণ সম্পাদক প্রার্থী মোহামেডানের কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ রোববার মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমে বলেছেন, জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলরদের নির্বাচনে প্রার্থী হওয়াটা লজ্জাজনক। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনের অভিভাবক। স্বনামধন্য সংগঠকদের সম্মান দেয়ার জন্যই জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর মনোনীত করে। তারা সরাসরি নির্বাচনে প্রার্থী হলে ওই সংস্থাটাই প্রশ্নবিদ্ধ হয়। এখন তো দেখা যাচ্ছে এনএসসি বনাম আমাকে নির্বাচন করতে হচ্ছে। ক্রীড়া সংগঠক হিসেবে এ পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। জাতি ও ক্রীড়ার জন্য লজ্জাজনক।’
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরদের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সচিব মো. মাসুদ করিম বলেছেন, ‘এখানে আইনি কোনো বাধা নেই। কোনো ফেডারেশনের নির্বাচনে যারা বৈধ ভোটার তারাই নির্বাচনে অংশ নিতে পারেন।’
আরআই/আইএইচএস/জেআইএম
Advertisement