বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল একটি পাঙ্গাস মাছ। মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম। মাছটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।
Advertisement
শনিবার ভোরে মাছ ব্যবসায়ী মিলন শেখের জেলেদের জালে ধরা পড়ে মাছটি। স্থানীয় বাজারে মাছটি ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
শরণখোলার মাছ ব্যবসায়ী মিলন শেখ জানান, রাতে জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। ভোরে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে বিশাল এই পাঙ্গাসটি ধরা পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শেরেবাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক তালুকদারসহ কয়েকজনে মিলে এটি কিনে নেন। এত বড় পাঙ্গাস জেলেদের জালে খুব একটা ধরা পড়তে দেখা যায় না বলেও জানান মিলন শেখ।
মাছটির ক্রেতা ফারুক তালুকদার বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দামের কথা না ভেবে মাছটি কিনে নিয়েছি। আমরা কয়েকজনে মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি।
Advertisement
শওকত আলী বাবু/এএম/এমকেএইচ