রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আবু হেনা মোস্তফা মারা গেছেন। এ নিয়ে বনানীর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।
Advertisement
শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থা মারা যান আবু হেনা।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা পৌনে ১টায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে আগুন লাগে।
Advertisement
ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ৭৩ জন আহত হন।
এ দিকে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ (শনিবার) সকালে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।
এআর/বিএ/জেআইএম
Advertisement