রাজধানীর বনানীর ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে আগুনের ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ মামলাটি করেছে বলে জাগো নিউজকে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
Advertisement
তিনি বলেন, ভুক্তভোগী বা নিহতের স্বজনরা মামলা না করলে নিয়ম আছে রাষ্ট্র অর্থাৎ পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে। সে অনুযায়ী পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
তবে প্রাথমিকভাবে এ মামলার আসামি কয়জন তা জানা যায়নি।
বনানী থানার ওসি ফরমান আলী জানান, মামলা সম্পর্কে এখন কিছু বলা সম্ভব হচ্ছে না। পরে জানানো হবে।
Advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের এ ভবনে আগুন লাগে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন।
জেইউ/এসএইচএস/জেআইএম