চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আবাহনী লিমিটেড। প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমেছে মোহামেডান।
Advertisement
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালের দিকে পেস বোলারদের জন্য বাড়তি সুবিধা থাকায় এখনো পর্যন্ত প্রায় সব ম্যাচেই টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। হোম অব ক্রিকেটে রানও উঠেছে অন্য দুই মাঠের তুলনায় কম।
তবে চতুর্থ রাউন্ডের ম্যাচে এ মাঠেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাট করে ২৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল মোহামেডান। সে ম্যাচে জিততে না পারলেও ভালো ব্যাটিংয়ের অনুপ্রেরণা ঠিকই নিতে চাইবে রকিবুল হাসানের দল।
এ ম্যাচের মধ্য দিয়েই চলতি লিগে প্রথমবারের মতো খেলতে নেমেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্টাইলিশ ওপেনার লিটন দাস। আবাহনী লিমিটেডেও রয়েছেন মাশরাফি, সাব্বির, সৌম্যরা।
Advertisement
এখনো পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে ৪টি জিতে পয়েন্ট টেবিলের সবার ওপরে আবাহনীর অবস্থান। সমান ম্যাচে ৩টিতে জিতে মোহামেডানের অবস্থান পঞ্চম।
আবাহনী একাদশ: জহুরুল ইসলাম, সৌম্য সরকার, ওয়াসিম জাফর, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাঈফউদ্দীন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, সাব্বির রহমান ও সানজামুল ইসলাম
মোহামেডান একদশ: লিটন দাস, আব্দুল মজিদ, মোহাম্মদ আশরাফুল, চতুরাঙ্গা ডি সিলভা, নাদীফ চৌধুরী, সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম এবং শাহাদাৎ হোসেন।
এসএএস/এমকেএইচ
Advertisement