খেলাধুলা

কেকেআরকে ১৮২ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

আইপিএলের উদ্বোধনী ম্যাচ কিন্তু হতাশই করেছিল দর্শকদের। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মত দল কি না অলআউট হয়ে গিয়েছিল ৭০ রানে। জবাবে ৭১ রান তুলতে চেন্নাই সুপার কিংসের লেগেছিল ১৭.৪ ওভার। যদিও ৭ উইকেটে জিতেছিল তারা।

Advertisement

তবে কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটা বেশ আশা জাগানিয়া হয়ে থাকলো। টি-টোয়েন্টির আসল মজা, ধুম-ধাড়াক্কা চার-ছক্কার প্রদর্শনীতে বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে ম্যাচটা। টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সকে ১৮২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নিজেদের প্রথম ম্যাচেই হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ঝড় তুললেন। ৫৩ বলে ৮৫ রান করে আউট হন তিনি। ৯টি বাউন্ডারির সঙ্গে মারলেন ২টি ছক্কার মার।

ওয়ার্নার ঝড়ের ওপর ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলতে সক্ষম হয় সাকিব আল হাসানের দল। টস জিতেছিল কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক। টস জিতলেও তিনি প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান হায়দরাবাদকে।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর জনি বেয়ারেস্ট মিলে ১১৮ রানের জুটি গড়ে তোলেন। ৩৫ বলে ৩৯ রান করে আউট হন জনি বেয়ারেস্ট। ৩টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। এরপর মাঠে নেমে অবশ্য দ্রুত আউট হয়ে যান ইউসুফ পাঠান। ৪ বল মোকাবেলা করে তিনি করেন মাত্র ১ রান।

ইউসুফ পাঠানের আগেই অবশ্য আউট হন ডেভিড ওয়ার্নার। দলীয় ১৪৪ রানের মাথায় ৫৩ বলে ৮৫ রান করে বিদায় নেন তিনি আন্দ্রে রাসেলের বলে রবিন উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে। এরপর বিজয় শঙ্কর আর মানিস পান্ডে মিলে ইনিংসের বাকি পথ পাড়ি দেন। ২৪ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয় শঙ্কর। ২টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন মানিশ পান্ডে।

কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক ৭জন বোলার ব্যবহার করেন। এরপর মধ্যে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১ উইকেট নেন পিযুশ চাওলা।

আইএইচএস/পিআর

Advertisement