দেশজুড়ে

জয়পুরহাটে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

নিহরা হলেন- কালাই উপজেলার পুনট মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আফতাব হোসেন (৪৮) ও মাহিস্যপাড়ার চারু মহন্তের ছেলে রতন মহন্ত (৪৫)।

আহতরা হলেন-উপজেলার পুনট গ্রামের রানা, মুছা,বায়েজিদ সোবাহান, মহসিন, নাসিরসহ সাতজন।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। এরই সূত্র ধরে মোসলেমগঞ্জ বাজারে শনিবার রাতে কয়েকটি দোকান ভাঙচুরের মাধ্যমে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বগুড়া শহীদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই আফতাব এবং আজ ভোরের দিকে রতনের মুত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।

Advertisement

রাশেদুজ্জামান/আরএআর/এমএস