রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৬৭৯তম কমিশন সভয় এ অনুমোদন দেয়া হয়।
Advertisement
বিএসইসি জানিয়েছে, রিং সাইন টেক্সটাইলস আইপিওতে ১৫ কোটি সাধারণ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিও’র মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা পুঁজি উত্তোলন করবে।
পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা কোম্পানিটি যন্ত্রপাতি-কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।
বিএসইসি জানিয়েছে, ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা। আর ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮৬ পয়সা।
Advertisement
এমএএস/এমবিআর/জেআইএম