ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী লোকসভার ৫৪৩ আসনে সাত দফায় ভোটগ্রহণ শুরু হবে আগামী ১১ এপ্রিল। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। লোকসভা নির্বাচন হবে সাত দফায়। ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল। ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম দফার ভোট হবে ১১ এপ্রিল, দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল, তৃতীয় দফায় ২৩ এপ্রিল, চতুর্থ দফায় ২৯ এপ্রিল, পঞ্চম দফায় ৬ মে, ষষ্ঠ দফায় ১২ মে এবং সপ্তম ও শেষ দফায় ভোটগ্রহণ হবে ১৯ মে।
প্রথম ধাপে ২০টি রাজ্যের ৯১ আসনে, দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, চতুর্থ ধাপে ৯ রাজ্যের ৭১ আসনে, পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে ও সপ্তম ধাপে ৮ রাজ্যের ৫৯ আসনে ভোট গ্রহণ করা হবে।
Advertisement
তাছাড়া লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে।
উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩ জুন।
এসএ/পিআর
Advertisement