ভারতের সেনা বাহিনীর একাধিক পদে রদবদল হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ এই পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে প্রধান হচ্ছে সেনাবাহিনীর প্রধান কার্যালয়। সেখানে কাজ করা ২২৯ জনকে অন্যত্র বদল করে দেওয়া হচ্ছে।
Advertisement
এছাড়া ডেপুটি চিফ অব মিলিটারি অপারেশন নামে একটি নতুন ইউনিট তৈরি হবে। এর পাশাপাশি নজরদারি এবং মানবাধিকার রক্ষার কাজ যাতে আরও ভাল ভাবে হতে পারে তার জন্য নতুন শাখা তৈরি হচ্ছে।
১২টি আলাদা আলাদা গবেষণার পর এই সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলোর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর কার্যকারিতা আরও বাড়ানোর চেষ্টা চলছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ১৩ লাখ সদস্য রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, যে পরিমাণ সেনা কর্মকর্তাকে প্রধান কার্যালয় থেকে সরানো হচ্ছে তা মোট সংখ্যার ২০ শতাংশ। এই কর্মকর্তাদের পাকিস্তান এবং চীন সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। মিলিটারি অপারেশনে আরও গতি আনতে ডেপুটি চিফের পদ তৈরি হচ্ছে।
Advertisement
একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী নতুন ইনফরমেশন ওয়েলফেয়ার উইং খোলার অনুমতি দিয়েছেন। নজরদারি এবং মানবাধিকার রক্ষার জন্য দুটি আলাদা শাখা তৈরিরও সিদ্ধান্ত হয়েছে। দুটি শাখার দায়িত্বেই থাকবেন মেজর জেনারেল র্যাঙ্কের কর্মকর্তারা। প্রথমজন কাজ চালাবেন সেনা প্রধানের অধীনে আর দ্বিতীয় জনের কাজ পর্যালোচনা করবেন ভিসিওএএস।গত বছরের অক্টোবরেই এই রদবদলের আলোচনা শুরু হয়।
টিটিএন/এমএস