আওয়ামী লীগের সাবেক সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুরকে ঐক্যফ্রন্ট চিনে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জোটের শরিক গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু।
Advertisement
বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্টু বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মনসুরকে গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখে গণফোরামের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়েছিল। এখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
মোস্তফা মোহসিন মন্টু বলেন, ‘সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নৈতিকতা, জন ও সংসদীয় রীতিবিরোধী কাজ করেছেন সুলতান মোহাম্মাদ মনসুর আহমেদ। তাই তার গণফোরামের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হলো। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দেয়া হলো।’
Advertisement
শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেই সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছি-সুলতান মনসুরের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে গণফোরামের এই নেতা বলেন, ‘আমাদের দলের নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমিসহ সকালে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে বহিষ্কার করার।’ এ সময় তিনি বলেন, ‘কারো মনের কথা তো বোঝা যায় না। আমরা উনাকে ঠিক চিনে উঠতে পারিনি।’
সুলতান মোহাম্মদ মনসুরকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ায় ঐক্যফ্রন্ট এবং ২০-দলীয় জোটে অস্বস্তি দেখা যায়। বিশেষ করে মুখে বঙ্গবন্ধুর নাম বলে ধানের শীষে নির্বাচন করায় তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়। আজ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং গণফোরাম থেকে বহিষ্কারের ঘটনায় সেই সন্দেহের অবসান ঘটল।
কেএইচ/এসআর/পিআর
Advertisement