অর্থনীতি

এবি ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

এবি ব্যাংক লিমিটেডের ৫শ’ কোটি টাকার সাবঅর্ডিনেট ফ্লোটিং রেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৭৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

Advertisement

বিএসইসি জানিয়েছে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন এবং অতালিকাভুক্ত সাবঅর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে।

এ বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এবি ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেশ শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আরএসএ ক্যাপিটাল লিমিটেড।

Advertisement

এমএএস/আরএস/জেআইএম