ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়ের অনুষ্ঠান নিয়ে একের পর এক নাটকীয়তা সৃষ্টি হয়েছে। প্রথমে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তার বক্তৃতা দেয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তা স্থগিত হয়ে যায়।
Advertisement
এরপর ধানমন্ডির মাইডাস সেন্টারে বুকারজয়ী এই লেখকের বক্তৃতার আয়োজন করে ছবি মেলা। অনুষ্ঠানের সব আয়োজন প্রায় শেষ। এমন সময় মাইডাস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, সেখানে অনুষ্ঠন হচ্ছে না।
আয়োজক ছবি মেলার পক্ষ থেকে জানানো হয়, কৃষিবিদ ইনস্টিটিউটের মতো মাইডাস কর্তৃপক্ষ তার (অরুন্ধতী রায়) এই অনুষ্ঠান বাতিল করেছে।
এর পাঁচ মিনিট পরই ছবি মেলার জনসংযোগ কর্মকর্তা পারভেজ বলেন, ‘প্রোগ্রামটা হচ্ছে।’
Advertisement
পাঠশালার ভাইস প্রেসিডেন্ট আবির আবদুল্লাহও বলেন, ‘বিকেল সোয়া ৫টার দিকে অনুমতি পাওয়া গেছে, অনুষ্ঠান হচ্ছে।’
এর আগে ছবি মেলার পক্ষ থেকে জানানো হয়, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে কথা বলবেন অরুন্ধতী রায়। সেখানে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শিরোনামের অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলমের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি।
অনুষ্ঠানে অংশ নিতে যারা আগেই নিবন্ধন করেছিলেন তাদের অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে ছবি মেলা।
এর আগে ছবি মেলার সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম এক বিবৃতিতে জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শেষ রাতে (সোমবার) জানিয়েছে যে, গত ১৬ ফেব্রুয়ারি আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অরুন্ধতী রায়ের বক্তব্য রাখার জন্য যে অনুমতি দেয়া হয়েছিল অনিবার্য কারণে তা প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
বিবৃতিতে আরও বলা হয়, এই অনুষ্ঠান আয়োজনে অনেক প্রস্তুতি নেয়া হয়েছিল। আমরা এই সিদ্ধান্তে অত্যন্ত অবাক হয়েছি এবং সবাই জানি এই বিখ্যাত লেখকের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে তাকে দেখার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা কতটা হতাশার।
ডিএমপির এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান বাতিল করার জন্য বিবৃতিতে সবার কাছে ক্ষমা চান আয়োজকরা।
জানা গেছে, এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে গত ৩ মার্চ ঢাকা আসেন বুকার পুরস্কার বিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনায় অংশ নেয়ার কথা ছিল তার। এতে অংশ নিতে আগ্রহীদের জন্য অনলাইন নিবন্ধনও চালু করেছিলেন আয়োজকরা।
এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কাজল জাগো নিউজকে বলেন, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউটে ছবি মেলা উৎসবের ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনা সভা বাতিল করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে কৃষিবিদ ইনস্টিটিউট কর্তৃপক্ষ তা বাতিল করে। এর বেশি কিছু আপনাকে বলতে পারছি না।’
প্রসঙ্গত, ধানমন্ডির একাধিক ভেন্যুতে চলছিল ‘ছবি মেলা’। এবারের প্রদর্শনীতে ২১টি দেশের ৪৪ জন শিল্পীর ৩৩টি ছবি প্রদর্শিত হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে থাকা বিশিষ্ট আলোকচিত্র অনুশীলনকারীদের নিয়ে বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রয়েছে আটটি কর্মশালা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।
জেপি/এমবিআর/জেআইএম