সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
Advertisement
সোমবার সকালে চতুর্থ দিনের মতো শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হাসান মনি ও রাকিবুল হাসান নামে ৫ম বর্ষের দুই শিক্ষার্থীর উপর হামলা ও মারধর করেন স্থানীয় সন্ত্রাসী বিপুল ও সুমন।
এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ১ মার্চ থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
Advertisement
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
আসমাউল আসিফ/এফএ/জেআইএম