পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট হোল্ডাররা প্রতিটি ইউনিটের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৫০ পয়সা করে পাবেন।
Advertisement
ফান্ডটির ট্রাস্টি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
লভ্যাংশপ্রাপ্ত যোগ্য ইউনিট হোল্ডার নির্ধারণে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ট্রাস্টি আগামী ২৪ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
সমাপ্ত হিসাব বছরে ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান করেছে ১৮ পয়সা। আর ইউনিটপ্রতি সম্পদ বাজার মূল্যে ১০ টাকা ৭৮ পয়সা এবং ক্রয় মূল্যে ১১ টাকা ৫২ পয়সায় দাঁড়িয়েছে।
Advertisement
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ রোববার মিউচ্যুয়াল ফান্ডটির দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।
এমএএস/এমবিআর/এমএস