জাতীয়

‘ওপেন হার্ট সার্জারির বিষয়টি ২৪ ঘণ্টা পর বলা যাবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারি করার বিষয়টি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর বলা যাবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। রোববার বিএসএমএমইউ-তে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Advertisement

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, উনার রক্তনালীতে যে ব্লক ধরা পড়েছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে।

বাইপাস সার্জারির প্রয়োজন আছে কী না জানতে চাইলে তিনি বলেন, সেটা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর বলা যাবে। লাগলে লাগতেও পারে, সেজন্যেও আমাদের সব কিছু রেডি আছে, যদি প্রয়োজন হয়।

এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার প্রয়োজন অনুভব করছেন না বলেও জানান উপাচার্য।

Advertisement

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের সুচিকিৎসার স্বার্থে প্রধানমন্ত্রী হাসপাতালে নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করেছেন। চিকিৎসায় যাতে ব্যাঘাত ঘটে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রোববার ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। এরপর সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।

এইউএ/এসএইচএস/এমএস

Advertisement