দেশজুড়ে

পুকুর খুঁড়তে গিয়ে মিলল মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল

ফেনীর ফুলগাজীতে একটি পুকুরের মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেল উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কিসমত বাসুড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার (৬০) পুকুরে মাটি খোঁড়ার সময় লোকজন এটি দেখতে পায়।

Advertisement

স্থানীয়রা জানায়, পুকুর খননকালে মাটি কাটা এক শ্রমিক তার কোদালের কোপে লোহার মতো কিছু একটা পান। পরে মাটি খনন করে দেখেন পিতল জাতীয় ধাতু দিয়ে তৈরি এই বিশাল আকারের মর্টার শেলটি।

তাৎক্ষণিক খবরটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা থানা, প্রশাসন, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।

স্থানীয়রা আরও জানান, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় এ এলাকায় পাকিস্তানিদের সঙ্গে ব্যাপক যুদ্ধ হয়েছিল। সেসময় এখানে মর্টার শেলটি নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু সেটা না বিস্ফোরিত হয়ে তাজা অবস্থায় পুকুরে থেকে যায়।

Advertisement

এদিকে খবর পেয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্টার শেলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্টার শেলটি আপাতত পুলিশের পাহারায় রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্টার শেলটি উদ্ধারের জন্য সেনাসদস্যদের খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।

রাশেদুল হাসান/এফএ/এমএস

Advertisement