জাতীয়

চকবাজার ট্র্যাজেডি : আনোয়ারের পর চলে গেলেন সোহাগ

চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রিকশাচালক আনোয়ার হোসেনের পর সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ফ্রেরুয়ারি) রাত আড়াইটার দিকে মারা যান সোহাগ।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোহাগের আগে রাত সোয়া ১০টার দিকে আনোয়ার হোসেন নামে দগ্ধ রোগী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। এছাড়াও দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৯ জনকে চিকিৎসা দেয়া হয় বার্ন ইউনিটে। তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক বলে জানিয়ে আসছিলেন চিকিৎসকরা।

Advertisement

এআর/এএইচ/এমকেএইচ