জাতীয়

ভুয়া মোবাইল কোর্টে স্ত্রী ম্যাজিস্ট্রেট, স্বামী পেশকার!

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় একটি হারবাল প্রতিষ্ঠানে ‘ভুয়া মোবাইল কোর্ট’ পরিচালনা করতে গিয়ে জনতার হাতে ধরা পরেছে দুই প্রতারক। আটকদের একজন স্ত্রীকে ভুয়া ম্যাজিস্ট্রেট সাজিয়ে নিজে সেজেছেন তার পেশকার।

Advertisement

তারা ‘কথিত’ মোবাইল কোর্টের নামে মানুষের কাছ টাকা হাতিয়ে নিতেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আটকরা হলেন সৈয়দ মিজান উল্লাহ (৩৮) এবং তার সহযোগী ফারদিন আহমেদ (২৪)। তবে পালিয়ে গেছেন ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী পারভীন আক্তার (৩৫)। যিনি আটক সৈয়দ মিজান উল্লাহর স্ত্রী।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘কর্নেলহাট এলাকায় একটি হারবাল প্রতিষ্ঠানে অভিযান চালাতে গিয়েছিল এই প্রতারক দল। ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী পারভীন নিজে গাড়িতে বসে মিজান ও ফারদিনকে প্রতিষ্ঠানের ভেতরে পাঠায়। এ সময় তারা অভিযানের কথা জানিয়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে টাকা দাবি করেন।’

Advertisement

ওসি আরও জানান, মিজান তাদেরকে বলেন, ‘ম্যাজিস্ট্রেট ম্যাডাম বলেছেন ২০ হাজার টাকা দিলে অভিযান হবে না। তার এ কথার পরিপ্রেক্ষিতে হারবাল প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের ৫ হাজার টাকা দেন। কিন্তু ভুয়া পেশকার মিজান তা না মেনে ২০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকলে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। তখন মিজান ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে ধাক্কা দেন।’

এর মধ্যে ঘটনাস্থলে মানুষ জড়ো হয়ে যায়। তারা মিজান ও ফারদিনকে ধরে ফেলে। অবস্থা বেগতিক দেখে পারভীন দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।

ওসি জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আকবর শাহ থানার একটি টিম তাদের আটক করে থানায় নিয়ে আসে। এই দলটির বিরুদ্ধে আগেও এমন অভিযোগে মামলা হয়েছে।’

এসআর/জেআইএম

Advertisement