মুক্তিযোদ্ধা কোটা আগামী এক মাসের মধ্যে বহালের দাবি জানিয়েছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন।
Advertisement
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কখনও ভাবতে পারিনি, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনের মায়া না করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারাই দেশকে স্বাধীন করেছে। তাই মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা কোটা আগামী এক মাসের মধ্যে বহাল রাখার ঘোষণা দিতে হবে।
উপজেলা নির্বাচনে রাজাকারদের কোনো স্থান নেই উল্লেখ করে বক্তারা বলেন, নির্বাচনে যেন কোনো রাজাকার বা তার রক্তের কেউ অংশগ্রহণ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই, আপনি ব্যবস্থা গ্রহণ করুন যেন কোনো রাজাকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।
Advertisement
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জি কে বাবুল, মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মল্লিকসহ আয়োজক সংগঠনের সদস্যরা।
এএস/জেএইচ/পিআর