টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ৫৪তম আসরের দ্বিতীয় পর্বের অংশগ্রহণকারী বিদেশি মেহমানদের খোঁজ খবর নিতে দিনের বিভিন্ন সময়ে ময়দানে গিয়েছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, গাজিপুর সিটি মেয়রসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা।
Advertisement
তারা সবাই বিশ্ব ইজতেমার সার্বিক বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খোঁজ খবর নেন।
এছাড়াও বিশ্ব ইজতেমা ময়দানের ওলামায়ে কেরামের খিত্তায় অবস্থান করেন হেফাজতে ইসরঅমের কেন্দ্রীয় সিনিয়র আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।
গতকাল সন্ধ্যায় ইজতেমায় আগতদের খোঁজ-খবর নিতে ময়দানে আসেন জমিয়াতুল ওলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদসহ অনেক ওলামায়ে কেরাম।
Advertisement
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এ আয়োজনে ময়দানে সার্বক্ষনিক তদারকিতে রয়েছেন, তাবলিগের প্রবীণ ফয়সাল ও আহলে শুরা মাওলানা মুজাম্মিলুল হক, আহলে শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা মোশাররফ হোসেনসহ অনেকে।
এমএমএস/এমকেএইচ