আগে যত নেতিবাচক আর অনিশ্চয়তার কথাই শোনা যাক না কেন, শেষ খবর হলো দেশের ক্রিকেটের তিন শীর্ষ তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহীম আর সাকিব আল হাসান ছাড়া শেষ পর্যন্ত সব প্রতিষ্ঠিত তারকারাই এবারের প্রিমিয়ার লিগ খেলবেন।
Advertisement
সেই তালিকা অনেক লম্বা। যাতে তামিম, মুশফিক আর সাকিব ছাড়া মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দীন, রুবেল হোসেন, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়- সবাই আছেন।
আজ প্রিমিয়ার ক্রিকেটের দলবদল মানে প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হওয়া ওই প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে দুপুর ২টায়। পাঁচ তারকা হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকের বলরুমে হওয়া প্লেয়ার্স ড্রাফটের আগে ১২ প্রতিযোগি দল আগেরবার খেলা তিনজন করে ক্রিকেটারকে এবারের লিগের জন্য রেখে দিয়েছে।
সেই তিনজন সহ প্লেয়ার্স ড্রাফট শেষে দেখা যাচ্ছে আগের বারের চ্যাম্পিয়ন আবাহনী এবারো কাগজে কলমে এক নম্বর দল। বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দীন, পেসার রুবেল হোসেন, ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার (প্লেয়ার্স ড্রাফটে যদিও সাইনপুকুরে, তবে পরে আপোস রফায় আবাহনীর হচ্ছেন), মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্তর মত প্রতিষ্ঠিত পারফরমারের ঠিকানা এবার আবাহনী। এবারো আকাশী হলুদ শিবিরে জাতীয় দলের সর্বাধীক তারকার সমারোহ আছে
Advertisement
এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স, শেখ জামাল, প্রাইম দোলেশ্বর ও লিজেন্ডস অফ রুপগঞ্জও কাগজে-কলমে ভাল দল গড়েছে। ‘পঞ্চ পান্ডবের’ অন্যতম সদস্য মাহমুদউল্লাহ রিয়াদের দল এবার শেখ জামাল ধানমন্ডি ক্রীড়া চক্র। এবারের প্লেয়ার্স ড্রাফট তথা দল বদল পর্বে চমক দেখিয়েছে ঢাকা মোহামেডান লিমিটেড।
স্মরাণাতীতকালের ভিতরে গত লিগে চরম ব্যর্থ মোহামেডান এবার গা ঝাড়া দিয়ে উঠেছে। ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির গত কয়েক বছরের মধ্যে এবার খেলোয়াড় সংগ্রহে দক্ষতার পরিচয় দিয়েছে। জাতীয় দলের ওপেনার লিটন দাস, পেসার শফিউল ইসলাম আর আলোচিত-আলোড়িত, নন্দিত-নিন্দিত মোহাম্মদ আশরাফুলের ঠিকানা এবার মোহামেডানে।
আগের বার দলে থাকা ক্রিকেটার এবং প্লেয়ার্স ড্রাফট মিলে কোন দলের লাইনআপ কি দাঁড়ালো, আসুন তা দেখে নেয়া যাক
আবাহনী লিমিটেড রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দীন, মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত।
Advertisement
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার।
লিজেন্ডস অব রূপগঞ্জমমিনুল হক, জাকির আলি, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফিজ, নাবিল সামাদ, আসিফ আহমেদ রাতুল, আজমির আহমেদ, শুভাশিস রায়, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবতাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মোহাম্মদ সৈকত আলি, মোহাম্মদ মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহি, মোহাম্মদ জসিমউদ্দিন, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিরবিউল হক, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, রবিউল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম।
গাজী গ্রুপ ক্রিকেটার্সরনি তালুকদার, শামসুর রহমান শুভ, খোন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবআব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবএনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাঈম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবসৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
ব্রাদার্স ইউনিয়নফজলে রাব্বি, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি।
উত্তরা স্পোর্টিং ক্লাব তানজিদ হাসান, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ুন, মোহাইমিনুল খান, নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম।
বিকেএসপিমাহমুদুল হাসান জয়, মুকিদুল হাসান জয়, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আব্দুল কাইয়ুম, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন।
এআরবি/আইএইচএস/জেআইএম