ধর্ম

মসজিদে আকসার ইমামকে অপহরণ

মসজিদে আকসার ইমামকে অপহরণ

মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আল-আকসা। মুসলিম উম্মাহর তৃতীয় পবিত্রতম স্থান এটি। নির্যাতিত জনপদ ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে অবস্থিত এ মসজিদের ইমাম শায়খ ওয়ালিদ আস-সিয়ামকে ইসরায়িলের একদল ইয়াহুদি সেনা সদস্য অপহরণ করে নিয়ে গেছে। খবর হারতেজ ও ফিলিস্তিন নিউজ।

Advertisement

মুসলমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ ইসরায়িলের ইয়াহুদিরা অন্যায়ভাবে বেদখল করে রেখেছে। সেখানে ঠিকভাবে মুসলমানদের নামাজও আদায় করতে দিচ্ছে না তারা।

গতকাল (১৩ ফেব্রুয়ারি) বুধবার রাতে একদল ইসরায়েলি সেনা সদস্য ফিলিস্তিনের জেরুসালেমের পুরোনো কুদসের খান আয-যেইত এলাকায় অবস্থিত ইমামের বাসভবন থেকে তাকে অন্যায়ভাবে বিনা কারণে অপহরণ করে নিয়ে যায়।

উল্লেখ্য যে, ফিলিস্তিনিদের ওপর ইয়াহুদি সেনাদের জুলুম-নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

Advertisement

সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল অঞ্চলে বসবাসরত মুসলিমদের ওপর ইসরায়িলের ইয়াহুদি সেনাদের আতর্কিত হামলা ও নির্যাতন আগের চেয়ে তিনগুণ বেড়েছে বলে ফিলিস্তিনের গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে।

এমএমএস/এমকেএইচ