ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সেন্ট লুসিয়া টেস্টে বিতর্কের জন্ম নিয়েছে ক্যারিবিয় পেসার শ্যানন গ্যাব্রিয়েলের করা আপত্তিকর এক মন্তব্যের জের ধরে। ম্যাচের তৃতীয় দিন ইংলিশ অধিনায়ক জো রুট এবং তিনে নামা জো ডেনলির জুটি জমে যাওয়ার এক পর্যায়ে আপত্তিকর এক মন্তব্য করেন গ্যাব্রিয়েল।
Advertisement
ধারণা করা হচ্ছে রুট-ডেনলিকে ‘সমকামী’ বলে স্লেজিং করেছেন গ্যাব্রিয়েল। কেননার তার কথার প্রতিউত্তরে ইংলিশ অধিনায়ক বলেন, ‘এই কথাটিকে অপমান কিংবা স্লেজিং হিসেবে ব্যবহার করো না। সমকামী হওয়া নিশ্চয়ই দোষের কিছু নয়।’
জো রুটের এই কথা স্পষ্ট ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে। কিন্তু গ্যাব্রিয়েল কি বলেছিলেন তা জানা সম্ভব হয়নি। এমনকি দিন শেষেও সে ব্যাপারে কিছু বলেননি রুট। তবে তিনি সতর্ক করে দিয়েছেন গ্যাব্রিয়েলকে।
দিন শেষে সংবাদমাধ্যমে রুট বলেন, ‘প্রায়ই এমন হয় যে মানুষ মাঠের মধ্যে অনেক কিছু বলে যেটার জন্য তাদের পরে পস্তাতে হয়। আপনাকে এই মাঠেই থাকতে হবে। এটা টেস্ট ক্রিকেট। গ্যাব্রিয়েল খুবই আবেগপ্রবণ ক্রিকেটার এবং ম্যাচ জেতার জন্য সম্ভাব্য সবকিছুই করতে রাজি সে। মাঠের লড়াইটা ভালো ছিল এবং সেও দারুণ সিরিজ কাটাচ্ছে। তবে কিছু ব্যাপারে সংযত থাকাই ভালো।’
Advertisement
এদিকে রুট কিছু জানাননি ঠিক কী কারণে তিনি মাঠের মধ্যে সমকামিতা সম্পর্কিত কথা বলেছিলেন, পরে উইন্ডিজ কোচ রিচার্ড পাইবাসও বুঝতে পারেননি আসলে কি ঘটেছে মাঠে। তিনি বলেন, ‘আমাদের কিছুই জানানো হয়নি। যদি মাঠে কিছু ঘটে থাকে সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব। আর যদি সেটা অবাঞ্ছনীয় হয়ে থাকে তবে যথাযথ ব্যবস্থাও নেয়া হবে।’
এসএএস/এমএস