একুশে বইমেলা

মেলায় এসেছে কাজী জহিরুল ইসলামের দুটি কবিতার বই

 

অমর একুশে গ্রন্থমেলায় কবি কাজী জহিরুল ইসলামের দুটি নতুন কবিতার বই এসেছে। রূপ প্রকাশন বের করেছে ‘অন্ধকারে জিহ্বা নাড়ে পাপের গহ্বর’ এবং অয়ন প্রকাশন বের করেছে ‘বৃহত্তে যায় আদম হাওয়া’। দুটি বইয়েরই প্রচ্ছদ করেছেন শিল্পী রাগীব আহসান।

Advertisement

‘বৃহত্তে যায় আদম হাওয়া’ গ্রন্থে সংকলিত ৩৮টি মৌলিক কবিতার পাশাপাশি রয়েছে ৩টি টেড হিউজের অনূদিত কবিতা। তিন ফর্মার এই গ্রন্থটির মূল্য ১২০ টাকা। এই গ্রন্থের কবিতাগুলো ২০১৮ সালের প্রথমদিকে রচিত। ‘অন্ধকারে জিহ্বা নাড়ে পাপের গহবর’ গ্রন্থে সংকলিত হয়েছে ৪৮টি কবিতা। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয়েছে ২০১৮ সালের শেষের দিকে এবং ২০১৯-এর জানুয়ারি মাসে।

চার ফর্মার এই বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। উল্লেখ্য যে কাজী জহিরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৫৫টি, যার মধ্যে ১৯টি কবিতার বই। এবারের মেলায় এই দুটি ছাড়াও আরো ৬টি বই আসার কথা রয়েছে।

এইচআর/আরআইপি

Advertisement