দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার দুই জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
আজ (রোববার) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক তাপস কুমার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাতে তাদের আটক করে র্যাব-২ এর একটি দল। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামিরা হলেন- আনিছুর রহমান ওরফে বাবুল (৩৬) এবং তার সহযোগী ও বিকাশ এজেন্ট মো. ইয়াসিন তালুকদার (২৩)।
Advertisement
জেএ/এনএফ/জেআইএম