দেশজুড়ে

সকালে নিখোঁজ, দুপুরে মিলল শিশুর নিথর দেহ

সকালে নিখোঁজ, দুপুরে মিলল শিশুর নিথর দেহ

ব্রাহ্মণবাড়িয়ায় সকালে নিখোঁজের পর হালিমা আক্তার (০৩) নামে এক শিশুর মরদেহ দুপুরে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে ১টার দিকে পৌরশহরের ভাদুঘর গ্রামের ভূইয়াপাড়া মহল্লার একটি বহুতল ভবনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

নিহত হালিমা ওই গ্রামের মুন্সিপাড়া মহল্লার আমির হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ২নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সোহাগ রানা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে ভূইয়াপাড়া মহল্লার একটি পাঁচতলা বিশিষ্ট ভবনের পাশে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি জানান, নিহতের শরীরে তেমন কোনে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করেই শিশুটিকে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

Advertisement

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস