দেশজুড়ে

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে টেনে কাটা পড়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলজংশনের কয়েকশ গজ দক্ষিণে পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

ওই শিক্ষার্থীর নাম সফিউল্লাহ (২২)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পোটান এলাকার মাওলানা আব্দুস সামাদের ছেলে। সফিউল্লাহ ঢাকার মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জয়দেবপুর রেলজংশনের বড় মাস্টার মো. শাহজাহান বলেন, জয়দেবপুর স্টেশন থেকে সকাল ৮টা ২৮ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই পূর্ব চান্দনা এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সফিউল্লাহর।

মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, সফিউল্লাহ পড়ালেখার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শনিবার সকালে তিনি ঢাকায় যাওয়ার জন্য রেললাইন দিয়ে হেঁটে স্টেশনে আসছিলেন।

Advertisement

জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/বিএ/এমএস