পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে শরণার্থী বোঝাই দু'টি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে পাঁচ শরণার্থী নিহত হয়েছে। আরও প্রায় ১৩০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
আইওএম-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, জিবুতির উত্তর-পূর্বাঞ্চলের একটি ম্যানগ্রোভ এলাকার গোডোরিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে জীবিত উদ্ধার করেছে।
উপকূলরক্ষী বাহিনীও সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে। দুটি নৌকা দিয়ে অভিযান এখনও চলছে। দুর্ঘটনা কবলিত নৌকা দুটি কোথায় যাচ্ছিল তা এখনও পরিস্কার নয়। তবে নৌকাগুলোতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
Advertisement
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সাম্প্রতিক সময়ে হাজার হাজার রোহিঙ্গা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করছে। অনেক সময় বিপজ্জনক পথে পাড়ি দিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। তবুও এ পথে শরণার্থী সংকট কমছেই না।
টিটিএন/পিআর