তথ্যপ্রযুক্তি

ভিপিএনে পাচার হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য

ভিপিএনে পাচার হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য

অনলাইনে সুরক্ষিত থাকতে অনেকেই ভিপিএন ব্যবহার করেন। তবে সুরক্ষার বিপরীতে আপনার সব তথ্য পাচার করে দিচ্ছে একাধিক ভিপিএন কোম্পানি।

Advertisement

গুগল প্লে স্টোরের ১৫০টি জনপ্রিয় ভিপিএন অ্যাপ তাদের ২৫ শতাংশের বেশি গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখার পরিবর্তে তা বিক্রি করে দিচ্ছে। এর মধ্যে ৮৫ শতাংশ গ্রাহক ব্যক্তিগত সুরক্ষায় বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন।

সম্প্রতি টপ টেন ভিপিএন ডট কম ওয়েবসাইটে প্রকাশিত এক রিভিউতে এসব তথ্য জানানো হয়েছে। বিশেষ করে যে সব ভিপিএন অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যায় সেই সব অ্যাপ থেকে বেশি তথ্য পাচার হচ্ছে।

বেশিরভাগ ভিপিএন গ্রাহকের ডিএনএস তথ্য ফাঁস করেছে। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যে কোন অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে। ফলে ভিপিএন ব্যবহার করেন অনলাইনে সুরক্ষিত থাকছেন না গ্রাহক।

Advertisement

মোট ১৫০টি ফ্রি ভিপিএন এর মধ্যে এই গবেষণায় ৯৯টি ভিপিএন স্মার্টফোনে অপ্রয়োজনীয় অনুমতি চেয়েছে। এর মধ্যে ৩৮টি ভিপিএন ডিভাইস লোকেশান আর ৫৭টি ভিপিএন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চেয়েছে। এর মধ্যে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন আর টেস্ট মেসেজ পড়ার অনুমতি।

এএ