রাত পোহালে ইতালির অন্যতম পর্যটন কেন্দ্র সিসিলি দ্বীপ কাতানিয়ায় প্রবাসীদের বৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার ১৫তম কার্যনির্বাহী কমিটির সভা। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার উপস্থিত থাকবেন। ইতোমধ্যে আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ অনেকে কাতানিয়ায় পৌঁছেছেন।
প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যথাসময়ে সোচ্চার ও কার্যকর ভূমিকা পালন করার মধ্য দিয়ে আয়েবা ইতোমধ্যে ইউরোপের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কাছে আলোচিত সক্রিয় একটি সংগঠনে পরিণত হয়েছে।
বন্দরনগরী কাতানিয়া মিউনিসিপ্যালিটিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। কাতানিয়ার হোটেল শেরাটনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
Advertisement
আরএস