একান্ত ব্যক্তিগত মুহূর্তে কিছু ছবি নিজের ফোনে তুলেছিলেন অভিনেত্রী হংসিকা। হঠাৎই দেখেন, সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে সমস্যাটা বুঝতে না পারলেও পরে অভিনেত্রী বুঝতে পারেন, তার ফোন হ্যাক করা হয়েছে। আর সেখান থেকেই ছড়িয়ে দেয়া হয়েছে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি।
Advertisement
ভারতীয় জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। তার প্রায় ২৪ ঘণ্টা পরে টুইটারে গোটা ঘটনাটি জানিয়েছেন হংসিকা। তিনি লিখেছেন, ‘আমার ফোন এবং টুইটার হ্যাক করা হয়েছে। ফলে যেকোনো মেসেজের উত্তর দেবেন না। আমার টিম গোটা ঘটনাটি আয়ত্তে আনার চেষ্টা করছে।’
এখনো পর্যন্ত ফোন হ্যাকড হওয়ার জন্য কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি হংসিকা। হ্যাকারদের হানা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের টিমের ওপরই প্রাথমিকভাবে ভরসা করছেন তিনি।
মূলত তামিল ছবি করেছেন হংসিকা। ২০০৭-এ ডেবিউ করেন তিনি। কিন্তু তেলুগু, মালয়ালম এবং হিন্দি ছবিতেও তার অভিনয় দেখেছেন দর্শক। বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিনেত্রী। কখনো অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নেন। কখনো আবার ক্যানসার আক্রান্তদের চিকিৎসার আর্থিক দায় নেন তিনি। এহেন অভিনেত্রীর ফোন হ্যাকড হয়ে হেনস্থার মুখে পড়ায় চটেছেন তার অনুরাগীরাও।
Advertisement
এসআর/এমকেএইচ