ইরানের ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেসি টিভির নারী সাংবাদিক ও উপস্থাপক মারজিয়া হাশেমি মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বিনা কারণে ১০ দিন কারাভোগের পর স্থানীয় সময় বুধবার বিকেলে তিনি আদালতের নির্দেশে মুক্তি পান।
Advertisement
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী হাশেমি অসুস্থ ভাইসহ অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য দেশটিতে সফর করছিলেন। তাকে সেন্ট লুইস ল্যাম্ববার্ট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।
৫৯ বছর বয়সি মারজিয়া হাশেমি তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি একজন ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গত কয়েক দশক ধরে ইরানে বসবাস করছিলেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে গ্রেফতার করেছিল। প্রেস টিভির তরফ থেকে জানানো হয়েছে, কারাগারে তাকে কোন হালাল খাবার বা নিরামিষ জাতীয় খাবার দেয়া হচ্ছিল না। তাকে কেবল শুকনা রুটি খেয়ে থাকতে হয়েছে।
Advertisement
গ্রেফতারের পর এফবিআই পরিচালিত একটি বন্দি শিবিরে রাখা হয়েছিল তাকে। গ্রেফতারের পর প্রায় দু'দিন তার কোন খোঁজ পায়নি স্বজনরা। আটক অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।
টিটিএন/এমকেএইচ