রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০২ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
Advertisement
এর আগে দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে তোলে জেলা ও নগর পুলিশ। রোববার রাতভর জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার হন তারা।
পুলিশ জানায়, এদের মধ্যে ৬৫ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। বাকি ৩৭ জনকে গ্রেফতার করে জেলা পুলিশ। নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, গ্রেফতার ৬৫ জনের মধ্যে ২৩ জনই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। ৩৯৫ পিস ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হন ১৫ জন। অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে আরও ২৭ জনকে।
অন্যদিকে, জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান বলেন, অভিযানে জেলার গোদাগাড়ীতে দুইজন, তানোরে আটজন, মোহনপুরে তিনজন, পুঠিয়ায় সাতজন, বাগমারায় দুইজন, দুর্গাপুরে চারজন, চারঘাটে চারজন এবং বাঘায় সাতজনকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী এ অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস