প্রবাস

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

মালয়েশিয়া ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান কবির ও মওদুদ মোল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন স্বপন।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছেন, যা আজ বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি বলে পরিচয় দিতে আজ আমরা অহংকার বোধ করি। ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত। তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি আজ বিশ্ব নেতৃত্বের কাতারে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম পলাশ, মনসুর আল বাশার সোহেল, আমান উল্যাহ আমান, মাসুকুল আলম রনি, সোহেল বিন রানা, জালাল উদ্দিন সেলিম প্রমুখ।

Advertisement

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. সেলিম, মো. আজিজ, তারেকুল আলম চৌধুরী, জহির রায়হান, আবুল কাশেম শাহিন, সজিবুল ইসলাম, আনিসুর রহমান রিপন, এসএম সুমন, এম এইচ তিতুমীর, এম এইচ জুয়েল প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনের নেতা-কর্মীরা।

এমএমজেড/এমকেএইচ