জাতীয়

৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ

আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছে। আগামী ৫ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে জনগণ সঠিক সেবা পেতে পারেন।

Advertisement

বর্তমানে পুলিশ বাহিনীতে ২ লাখ ১২ হাজার পুলিশ রয়েছে।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জাগো নিউজকে বলেন, জনসংখ্যা বৃ‌দ্ধির সা‌থে সা‌থে প‌রিব‌র্তিত জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তিতে উপযুক্ত পু‌লি‌শি সেবা অটুট রে‌খে উৎকর্ষতা অর্জ‌নের জন্য প্র‌য়োজনীয় জনবল নি‌য়ো‌গের উ‌দ্যোগ গ্রহণ করা হ‌বে।

এআর/জেএইচ/আরআইপি/এসজি

Advertisement